Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Formation Human Capital Through Share and Savings (Rural Poor People Only) :
Details

কি সেবা কিভাবে পাবেন

ক্রমিক

নং

অফিসের নাম

সেবারনাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি/ট্যাক্স আনুষাঙ্গিক খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

বিধি-বিধান

নির্দিষ্ট সেবা পেতে

ব্যর্থ হলে পরবর্তী

প্রতিকারকারী কর্মকর্তা

০২

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

মূলধন

গঠন

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা


অনুমোদিত দল/সমিতির সদস্যদের নিকট থেকে সাপ্তাহিক/ পাক্ষিক সভার দিন শেয়ার/সঞ্চয় জমার জন্য উৎসাহ প্রদান এবং পাশ বহিতে লিপিবদ্ধ করে শেয়ার / সঞ্চয় আদায় করা করা হয়। আদায়কৃত শেয়ার/ সঞ্চয় সমিতি/ দলের সাপ্তাহিক আদায় শীটে লিপিবদ্ধ করা হয়। আদায়কৃত শেয়ার/ সঞ্চয় তিন পার্ট চালানের মাধ্যমে ব্যাংকে জমা করা হয়। ব্যাংক জমা অনুযায়ী উপজেলা অফিস ও দল/ সমিতির হিসাব বহিতে লিপিবদ্ধ করে এবং বাৎসরিক ভিত্তিতে শেয়ার/ সঞ্চয়ের উপর লভ্যাংশ প্রদান করে। মূলধন গঠনের মাসিক প্রতিবেদন প্রস্তুত করে জেলা দপ্তরে প্রেরণ প্রেরণ করা হয়।

৫ দিন

বিনামূল্যে

প্রতিটি প্রকল্প/ কর্মসূচির পরিচালন নীতিমালা অনুযায়ী- (যেমন - সাপ্তাহিক ১০ -২০ টাকা হারে জমাকৃত শেয়ার/ সঞ্চয়ের উপর বাৎসরিক ভিত্তিতে লভ্যাংশ প্রদান করা হয়।)

উপপরিচালকসংশ্লিষ্ট জেলা