ক্রমিক নং |
অফিসের নাম |
সেবারনাম |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সংক্ষেপে সেবা প্রদান পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
প্রয়োজনীয় ফি/ট্যাক্স / আনুষাঙ্গিক খরচ |
সংশ্লিষ্ট আইন-কানুন / বিধি-বিধান |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
চ |
ছ |
জ |
ঝ |
০১ |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
দল গঠন |
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা |
ব্যক্তি বা সংগঠনকে দল গঠনের জন্য আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্তৃক খানা জরিপের মাধ্যমে অভিষ্ঠ জনগোষ্ঠী নির্বাচন করা হয়। অত:পর দলগঠনের প্রস্তুতিমূলক সভা করে চুড়ান্ত সভার আয়োজন করা হয়। এ সভা থেকে দলের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। গঠিত কমিটির কার্যক্রম পর্যবেক্ষন করা হয়। কমিটির কার্যক্রম সন্তোষজনক থাকলে দলের স্বীকৃতির জন্য আবেদন করেন এবং দলের স্বীকৃতি প্রদান করা হয়।
|
৫৭ দিন (নীতিমালা মোতাবেক) |
বিনামূল্যে |
প্রতিটি প্রকল্প/ কর্মসূচির পরিচালন নীতিমালা অনুযায়ী (যেমন: অপেক্ষাকৃত অনগ্রসর ও দারিদ্র পীড়িত গ্রাম ; ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, ভূমিহীন বর্গাচাষী, বেকার যুবক, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাগণ অগ্রাধিকার পাবেন ) |
উপপরিচালকসংশ্লিষ্ট জেলা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS